আমি না এলে কী,
তুই খুব ভালো থাকিস?
না কী আমার অভিমানে তুইও
তেমনি অভিমান করিস?
আপনজন তুই,
আচরণ করিস পরের মতো,
খুব বেশি কী মজা পাস
অশ্রুফোঁটা ঝরলে শত?
জানিস আমি একাই থাকি
কথার সাথেই করিস আড়ি,
আবার কেন কথার আঘাতে কাটা ছুড়িস,
না কী দেখিস কতটা আমি সইতে পারি?
আমি তো বন্ধি অদৃশ্য বাঁধনে,
তোর তো অজানা নয়,
জেনে বুঝেই আঘাত করিস,
তোর তো নেই হারানোর ভয়?
ইচ্ছে করেই আঘাত করিস
আর না যেন ফিরে আসি?
কোথায় আর যাব বলনা,
তোরেই তো আমি ভালবাসি।
১৭/১২/২০১৭ সময় রাত ১০:৫৮