কতটা অভিমান জমিয়েছিস পাখি
কতটা অভিমানে আমার ঘর শূন্য করেছিস?
আপন ঘর ছেড়ে কি ভালো আছিস?
ওখানে কি আমার মত করে গান শুনায় তোঁরে
তুঁইও কি তালে তাল মেলাস?
এই পাখি, দিনের শেষে
ওখানে ও কি কেউ অপেক্ষা করে তোঁর ফেরার।
সকালের ভোরের আলো যখন চোখে পড়ে
চোখ মলতে মলতে কেউ কি বলে
এই পাখি চলো এখন ঘুমাই ।
আচ্ছা আমার বুকের খাঁচা কি জরাজীর্ণ ছিল?
না কি ভালোবাসার কমতি ছিল?
আমিতো বুঝিনা কিসের অভাবে
তোঁর এত অভিমান ,
কি কারণে আজ নতুনত্বের সন্ধান।
কোন ভুলের মাশুল গুনি আমি
কোন কারণে আজ শূন্য খাঁচা আমার।
কি ভুলে আজ বিষাদময় জীবন,
এই বাঁধন কি শুধু মায়ার ছিল?
না কি আরও একটু বেশি কিছু ছিল?
সবকিছু তো আগের মতই আছে
তবে কেন এত শূন্য শূন্য লাগে চারিদিকে।
আগে ও তো ছিল দূরত্ব,
হাত বাড়ালেই ছোঁয়া যেত না তোঁকে
কই তখন তো এমন শূন্য শূন্য লাগেনি।
আজ কেন তোঁর অভিমানে
অন্তর দহন, ভিতর বাহির শুধুই জ্বলন
তবেঁ কি আমি একাই তোঁর প্রেমে পরেছি।
তোঁর কি একবার ও ভাবার সময় হয়নি
আমি আজ বড় বেশি একাকী।

১৫/১০/২০১৭