তুমি বড় অভিমানী মা ,সেই যে কবে ঘুমের ঘরে
আমাকে রেখে চলে গেলে, আর ফিরে এলে না।
মা'গো ওমা তোমার কি একটিবার আমার কথা মনে পরেনা, আমি তো তোমার অবয়ব ভুলে গেছি।
ভুলে গেছি তোমার গায়ের গন্ধ ,
ভুলে গেছি আমাকে ঘুম পাড়ানি গান,
কেমন সুরে গাইতে তুমি,
ও'মা মা কেন এতো অভিমান ।
মা'গো জানো তোমার চলে যাওয়াতে কারো
কিছুই হয়নি,বাবা ঘরে নতুন মা এনেছে।
দাদা দাদীও নতুন বৌমা পেয়েছে,
চাচ্চু ,ফুপু তারাও পেয়েছে ভাবী।
আমি কেবল মা পাইনি রাখতে পারিনা দাবী ,
নতুন মা ভাইকে নিয়ে করে যখন আদর,
আমার তখন অশ্রু ঝরে কেউ রাখেনি খবর ।
তুমি মা'গো কার উপরে করলে অভিমান,
কোন কারণে, চোখের জলে ভাসে মা'গো
তোমার বুকের ধন।
কার ভুলেতে মা'গো আমায় ছেড়ে চলে গেলে
মা'গো আমার ছেড়ে কি সুখ তুমি পেলে।
ভুল কি কেবল আমারি ছিলল ধরণীর বুকে আসা
কার ভুলেতে পাইনি মা'গো তোমার ভালোবাসা।
অভিমানী মা ফিরে এসো, না হয় নিয়ে যাও মোরে,
তোমায় ছেড়ে থাকবো না মা ধরণীর উপরে।
১৭/১০/২০১৫