অনেক অপেক্ষার শেষে তোমার আগমন, প্রচণ্ড খরতাপে পুড়ে ছারখার যখন হৃদয় ভূমি,
এক পশলা বৃষ্টি নিয়ে এলে তুমি,
যেন এই দিনটার জন্যই আমি তৃষিত ছিলাম অনাদিকাল ধরে।
টিপ টিপ করে ভিজিয়ে গেছে ধুলো জমা কার্নিশটা,
ভিজেছে দখিণা জানালা,
ভিজেছে চঞ্চল মনে ছলছল আখি যুগল,
ভিজেছি আমিও।
অনেক প্রহর পাড়ি দিয়ে সেইত এলে,
তবে আজ কেন কাঁপছে বুক?
কেন মিলাতে পারিনা ও চোখে চোখ,
কেন এমন সংশয় মনে।
একি পাওয়ার আনন্দ নাকি
হারিয়ে ফেলার ভয়?
তবে কী তুমি ক্ষণিকের অতিথি?
১৮/৮/২০১৮ সময় রাত ১০:১৪