আমি চাইনা আমার অন্ধকার
তোমায় স্পর্শ করুক...
আমি চাইনা তোমার স্বপ্ন পুরিতে
আঁধারের ছায়া পরুক...!

আমি চাইনা আমার কলঙ্ক
তোমার গায়ে লাগুক...
তুমি জানো আমার নাম কি
জানো না....!!

শোন তবে আমি, পাপ
আমাকে কেউ গ্রহন করেনা
সবাই ঘৃণা করে...
আমি নির্লজ্জ
কেউ না ডাকলেও তার ঘরে
চলে যাই...!!

আমি কি জানো?
কষ্ট
যাকে সবাই ভুলে থাকতে চায়...!
আমি এতটাই নীচ
মানুষের পিছু ছারি না...
আমি নোংরা অতিত
যার স্থান ময়লার ডিপো...!!