ফুলে ফুলেই যদি জীবন রঙ্গিন হয়,
অপূর্ণতা কি করে তখন রয়।
সবাইতো পেয়ে গেছে পূর্ণতা,
আমিই শুধু হাতরে বেড়াই শূন্যতা।
নীল গগনে পাখিগুলো মুক্ত উড়ে,
আমারি শুধু স্বপ্নগুলো হারাই দূরে।
পথভোলা পথিকের ন্যায় ক্লান্ত আমি,
তোমাকেই খুঁজে ফিরি কোথায় তুমি।