তোর তৃষ্ণায় তৃষিত মন
কোনো জলেই হয়না নিবারণ,
বিবর্ণ আঁখি শুধু চেয়ে থাকে
কান পেতে শুনি কে যেন ডাকে।
সে কি আমার অবচেতন মনের পিপাসা?
নাকি সত্য সুন্দরের আকুল তিয়াসা?
তারে খুঁজি আমি গহীন অরণ্যে
দুর্গম পথ পাড়ি দেবো শুধু তারই জন্যে।