একদিন
অনেক কালো হয়ে গেলো মনের আকাশ,
আমি অন্ধকারে একা পরে গেছি
কে জেনো এসে বলল,
ভয় পেয়োনা আমি আছিতো।
আমি বিশ্বাস করে ছিলাম তাকে।
অন্ধের মতো তার কথা মেনে ছিলাম।
আজ সে আমাকে বিশ্বাস করতে বাধ্য করলো,
আমি সত্যি অন্ধ।।