জীবন কখনো রঙ্গিন
কখনো ধূসর,
স্বপ্ন দেখা থেমে নেই।
স্বপ্ন সবাই দেখে, বেঁচে আছি বলে।