বুকের ভিতর চিনচিন করে ব্যথা এমনি এমনি করে না।
অনেক দিনের সাজানো স্বপ্ন যখন নিজ চোখে গুড়িয়ে যেতে দেখতে হয়,
ঠিক তখনি এই অসহ্য যন্ত্রণা হয় বুকের মাঝে।
যা শুধুই একাই আমার অনুভূতি,
তোমাকে স্পর্শ করে না।