কবিতা কি করে লিখতে হয় আমি জানিনা,
শুধু এটুকু জানি তোমার কথা মনে হলেই এক আলোড়ন সৃষ্টি হয় মননে-মগজে, না-না কথায় মুখরিত হয়ে ভূমিষ্ঠ হতে চায় এক প্রণয় কাব্য, তোমার, আমার সঙ্গমে এক নতুন কাব্য শিশু।
আমি জানিনা কি করে করতে হয় কবিতার পরিচর্যা, কেমন করে লিখলে লোকে কবিতা বলে। এলোমেলোই লিখে যাই কবিতার ছলে,
সেই কাব্যকেই আজ লোকে কবিতা বলে।
১৬/২/২০১৮ সময় রাত ৪ :১৪