প্রতিটা মানুষ চায়
কেউ একজন শুধু তাকেই ভালোবাসুক,
তার যা অপেক্ষমাণ আছে হোক সব প্রিয়ার নামে।
কিন্তু,সে এটা ভুলে যায়
একটা মানুষ যখন অপেক্ষা করতে করতে
ক্লান্ত হয়ে যায়, তখন সে বদলায়
বাঁচার তাগিদেই বদলায়।
হাতের কাছে যা পায় তাই নিয়েই আঁকড়ে
ধরে বাঁচতে চায়,
অবশেষে তার নাম হয় স্বার্থপর বা হৃদয়হীনা।
----ডলি পারভীন