অনেক কথা মনে,মগজে
কিন্তু,
কিছুই বলতে পাড়ছি না,
আমি বাক্যহীন।
তুই বলেছিলি,
একটু একটু করে মারবি,
তুই তোর কাজ শুরু করেছিস
অভিনন্দন তোকে।