যদি হঠাৎ করেই শুনতে পাও
আমি আর পৃথিবীর বুকে নেই,
তবে ক্ষমা করে দিও আমায়,
বুঝে নিও শেষ বিদায়ে দেখা
আমাদের ভাগ্যে নেই।
যদি খুঁজে না পাও, আমার দেহের অস্তিত্ব
তবে বুঝে নিও ধুলার সাথেই মিসে গেছি।
কোনো ব্যস্ত শহরে গাড়ি চলাচল রাস্তায়।