অনন্ত..
কেনো এমন আনাগোনা
কেনো লুকোচুরি মন,
কি কারণে পালিয়ে বেড়াও
তুমি সারাক্ষণ।

অনন্ত...
আমার এই পরন্ত বিকেলে
তুমি উজ্জীবিত প্রাণ,
তোমার কাছেই সকল সুখ
সকল, বিষাদের অবসান।