চোর করেছে তাঁর কাজ
চোরের কি আর আছে লাজ?
চোরের কি আর বাহাদুরি
চোর তো শুধু করবে চুরি।
যে পারে লিখতে কথা
তার জন্যই হয় কবিতা,
চোরের তো নাই সেই ক্ষমতা
নতুন করে তুলবে মাথা।
সাগরের কি কম পরে পানি?
লিখবো না আর ক্যামনে মানি?
লিখতে হবে নতুন কিছু
চোরের হবে মাথা নিচু।
আপনি কবি, লিখুন আবার
আপনি কবি,আপনি সবার।
মনঃক্ষুণ্ণ আর না করি
এবার হাতে কলম ধরি।
নতুন করে ছন্দ সাজাই
দেখুক চেয়ে চোর মশাই,
ভাবুক আবার চুরির কথা
ছড়াক কাব্য যথাতথা।
তাঁর কি আছে সেই ক্ষমতা
নতুন কাব্যে ভরবে খাতা?
বিবেক যেদিন নাড়া দেবে
সেদিন সে শান্ত হবে।
৮/১০/২০১৮ সময় সকাল ০৮:৪৭