একটা চাদর হবে কী?
নীল চাদর।
যেখানে মেঘেদের সাদা বর্ণের আকৃতি থাকবে,
নীল সাদায় মনে হবে যেন,
অন্য এক আকাশ।
একটা গালিচা হবে কী?
সবুজ গালিচা।
পৃথিবীর পরে সবুজ ঘাস যেমন বিছিয়ে থাকে।
একটু সুবাস হবে কী?
নানান ফুলের সুবাস।
অরণ্যের বুকে যেমন ফুটে থাকে, কিছু চেনা কিছু অচেনা ফুল, উন্মাদ করে দেয় সুবাস।
একটা ফোয়ারা হবে কী?
ঝর্না যেমন থাকে,
পাহাড়ের বুকচিরে কলকলিয়ে নামে জল।
একটা বিন্দু হবে কী?
যে বিন্দু দিয়ে আমি একটা অন্য পৃথিবী সাজাবো।
হোক না একটু অন্যরকম
তাতে কী?
আমি সাজাবো আমার মনের মতন,
তুমি কী হবে আমার সে'ই
পৃথিবীর........ সঙ্গী।
৯/১২/২০১৭ সময় রাত ১:০৫