তোমার বুকের তটে
নির্ঝরে নৈঃশব্দ্যে বয়ে চলি অবিরত,
তুমি কী তা অনুভব কর না?
যেখানে স্রোতহীন বিশ্রদ্ধ গতিময়তা
অন্বেষণ করি প্রতিনিয়ত। যেখানে নৈঃশব্দ্যে অবলীলায় কাটে ক্ষণ,
প্রণয়ের উঠে ঝড় বিশ্রুত মন,
প্রলয়-প্লাবনে ধুয়ে যায় জীবনের সকল ক্লান্তি। প্রণয়ী উত্তাল ঝড় উঠে মনে।
সে ঝড়ে বয়ে চলি প্রণয়ী তুমি, আমি।
১৪/৮/২০১৮ সময় সন্ধ্যা ৭:১৩