কি আছে এই আমার মাঝে
কেন ভালোবাসো?
কেন আবার এমন করে
আমার কাছে আসো?
জানো কী তুমি
সবাই চায় ভালোবাসার পরশ
কেমন করে মুখ ফেরাবো
করবো তোমায় নিরাশ?
রঙ্গিন পাখা স্বচ্ছ আকাশ
কে না ভালোবাসে,
মানুষ তবু কুলায় ফিরে
অন্ধকারে নাশে।
থাকুক না-হয় ভালোবাসা
মনের ঘরে জমা
তোমার কাছে চাইনা কিছুই
চাইছি শুধুই ক্ষমা।
ভুল বুঝনা আমায় তুমি
আপন হাতেই বন্ধি
অন্ধকারে সখ্যতা আজ
অন্ধকারেই সন্ধি।
২/১০/২০১৮ সময় রাত ৮:১৬