তোমার আকাশ স্বচ্ছ নীলে
সাজিয়ে অভ্র ভেলা
আমার কেবল আঁধার কালো
যায় যে রাত্রিবেলা।
একটা আকাশ স্বপ্ন বোনে
অন্য আকাশ নিয়ে
আমার আকাশ জ্যোৎস্না বিহীন
অন্ধকারে গেছে ছেয়ে।
অন্ধকারে হারিয়ে যাওয়া
মানস প্রতিমা আমি,
আমার কাছে অন্ধকার'ই
এখন সবচেয়ে দামি।
আলোর কোলে থাকতে আমার
লাগে কেবল ভয়,
পাছে লোকে অশ্রু দেখে
যদি কলঙ্গিনী কয়।
রাত কে আমি দিন ভেবেছি
দিন ভেবেছি রাত,
অভিমানে আজ লুকিয়ে গেছে
আমার আকাশের চাঁদ।
৯/১১/২০১৭ সময় ১:২০