অজান্তা
----ডলি পারভীন
জীবনের পড়ন্ত বেলায়
কত কথা মনে পড়ে যায়।
মনে পড়ে যায় সেই ছোট্ট বেলা
খেলেছি কতই না মধুর খেলা।
কখনো খুনসুটি হাসায় কাঁদায়
কখনো বা তুমি ছাড়া
ভালো থাকাই দায়।
কতই না মধুর ছিল সেই দিনগুলো
অশুভ ঝড় সব কেড়ে নিলো।
আজ আমরা দু'জনে রেললাইনের মত
দুই ভুবনের বাসিন্দা,
পাশাপাশি চলছি দু'জন
তবুও দু'জন দু'জনার অজান্তা।
১৬/১/২০১৮ সময় সন্ধ্যা ৬:৫০