আলোরে খুঁজি আমি
আলেয়ার পিছনে ছুঁটে
আলোর দেখা মিলেনা তবু
হারাই শুধু অন্ধকারে।
পথে পথে ঘুরে ঘুরে
হই শুধু দিশা হারা
ক্লান্ত হয়ে ঘরে ফিরি
স্বপ্ন গুলো হারাই পথে।
তোর দেখা মিললো না তবু
তুই থাকিস অচিন পুরে
ক্লান্ত হয়ে ফিরি আমি
স্বপ্ন গুলো হারাই দূরে।
দূরে তবুও খুঁজে ফেরা
অন্ধকার নিশিতে,
আশা তবু হয়না পূরণ
অধরা স্বপ্ন চোখেতে।