অচেনা আমি
--- ডলি পারভীন
এই দ্যাখো, আমি
আছি তবু নেই
এখন শুধুই আঁধারে হাতড়ে খুঁজে ফেরা
আমার আমাকেই।
ক্লান্ত উঁচুনিচু বন্ধু'র পথ
শান্ত নয় মন,
জানিনা কিসের এত শূন্যতা ক্ষণজুড়ে
কিসের প্রয়োজন।
দিশাহীন আঁকাবাঁকা পথ
ভবঘুরে মন,
কিসের এত ভাবনা অতলে গহীনে
কেনো অকারণ।
জানি আমি সব ভুল,
তবু খুঁজে ফিরি কূল,
জীবনের বসন্তবেলায়
ফোটেনি সুবাসিত বকুল।
যায় চলে, যায় যায়
অবাধ্য সময়,
নিজেকে নিয়ে আজ ভাবনার জালবোনা
কেনো অসময়।
ফেরারি মন আজ
হারায়েছে গন্তব্য, ঠিকানা,
আমার কাছেই আমি আজ,
বড় বেশী অচেনা।
১৫/১১/২০১৭সময় ৯:৪৫