তুমি বারে বার এসে এঁকি স্বপ্ন দেখাও
আমি তো বিবর্ণ নারী,
স্বপ্ন দেখা আমাকে সাজে না।
তবে কেন তোমার স্বপ্ন আমার চোখে
এঁকে দাও?
জন্ম থেকেই আমার হাত পা বাঁধা
স্বপ্ন রাশি চোখের কোণে বন্দি,
গন্ডির সিমানা পেরুতে মানা
কখনো পেরুতে চাইনা
তুমি কেন নতুন স্বপ্ন এঁকে দাও?
তুমি তো আকাশের চাঁদ
যার আলো সবার শরীরেই পড়ে
তাই বলে কি সবাই চাঁদে পৌছতে পেরেছে,
আমিও তো না পাওয়ার দলে
তুমি কেন নতুন স্বপ্ন এঁকে দাও?
তুমি প্রেমিক বারে বারে প্রেমে পড়বে
আমি অবলা প্রেমের কি স্বাদ জানিনা,
ধূসর চোখে আছে শুধু হাহাকার
প্রেম নিয়ে ভাবা আমার তো সাজে না।
তুমি কেন নতুন স্বপ্ন এঁকে দাও?