আমার জন্য তোমার রাত্রি জাগতে হবেনা,
ঘুমাও তুমি, স্বপ্ন নিয়ে চোখের তারায়।
আমার রাত নির্ঘুম কাটুক
তাতে তোমার কি আসে যায়,,??
আমি নিশাচর, ঘুম বিহীন স্বপ্ন বিহীন
আমার ঘুমাতে মানা,
স্বপ্ন বলেও আজ কিছু নেই।
তুমি ঘুমাও, ঘুমাও তুমি,
আমার রাত নির্ঘুম কাঁটে
তাতে তোমার কি আসে যায়,,??
আকাশের চাঁদটাও আজ জোছনা বিহীন
তারাগুলোও নেই আকশে, আমার ঘুম ও
বুঝি সেখানেই, কাঁটে কাঁটুক নির্ঘুম কাঁটুক
তাতে তোমার কি আসে যায়,,??
ওই হাসনাহেনা মন মাতানো সুবাস ছরিয়েছে
একা জেগে আমি, বিষণ্ণ মন, তবুও রাত্রি যায়
কেঁটে যায়, একলা একা সংগি বিহিন,
আমার রাত নির্ঘুম কাটুক তাতে তোমার
কি আসে যায়,,??