অপেক্ষা সে কেবল আমারি জন্য,
তুমি তার ছোঁয়াটুকু পাওনা,
না-কি আমারি মতো করে
আমায় তুমি চাওনা?
হাত বাড়িয়ে গুটিয়ে নেয়া
এ কেমন অবিচার,
না-কি ভয় পাও ছুঁয়ে দিতে,
যদি পুড়ে হও ছারখার।
যদি অভিমানে নীরব থাকি,
খুঁজে খুঁজে বুঝি যায় প্রাণ।
যখন, না বলেই চলে যাও,
তখন, আমি কেন করবো না অভিমান?
চাওয়া তো বেশি নয়
তবু কেন দ্বিধাদ্বন্দ্ব?
এতটা পথ এগিয়ে এসে আজ খুঁজছ,
কি ভালো কি মন্দ।
আহা! এ কেমন প্রেম,
এ কেমন পরিণয়,
তুমি যন্ত্রণা দিয়ে যাও,
আমায় হাসি মুখেই তা মানতে হয়।
১০/৪/২০১৮ সময় ভোর ৫:১৫