চোখ জ্বলে যায়
জেগে আছি আমি একা,
ঘুম চোখে নাই।
অন্ধকার রাত্রি জেগে আছি,
স্মৃতির স্রোতে
মন ডুবুরী ভিজাই।
স্মৃতি করে তাড়া,
নেই পালানোর পথ,
আধার কালো রাত,
স্বপ্নগুলো কুয়াশা ধোঁয়া
জোছনা বিহীন চাঁদ।
ভুলিতে পারিনা সেদিনের কথা,
কিছুই ছিলনা বলার
শুধুই অস্থিরতা,
মাঝ দরিয়ায় পড়ে যাওয়া আমি
পাইনা খুঁজে কোনো কূলকিনারা।
ভাবি বুঝি আজ, থমকে গেছে সময়
আসবে না বুঝি, সেই শুভক্ষণ,
যে পথ চেয়েছিল তোমার নিমন্ত্রণ।
২৯/১০/২০১৭