নীল শাড়ি,নীল চুড়ি
কপলে নীল টিপ,
সবকিছু যদি ভালোবাসো
তবে আমায় কেনো নয়।
নীল আকাশ, নীল সাগর
নীল নয়না,সব নীলে সাজিয়েই তো
কবিতার ছন্দ হয়।
নীল খামে পত্র লেখা,
নীল বেদনায় ভালোবাসা,
নীল নীলে নীলাম্বরী
এইতো ভালোবাসার পরিচয়।
নীল আঁচল,নীল কাব্য,
নীল তোমার আমার প্রেম,
নীল ফ্রেমে বাঁধাই করে নিলাম
প্রেম প্রণয়।
১৯/১১/২০১৭ সময়: ১২:৪৫