এই শুনছো,তুমি কি আমায়
স্বার্থপর ভাবো,ভাবতেই পারো
আমি স্বার্থপর থেকে কম ই বা কিশে?
জানোতো মেয়েরা বড্ড বেশী স্বার্থপর হয়।
নিজের কোন কিছুর ভাগ দিতে চায় না,
আমি ই বা দেবো কেন, বলতো।
থাকুক না হয় আমার নাম হিংসুটে
তাতেই বা কি যায় আসে, বলো।
একটা কবিতা, শুধু একটা কবিতা
একটাই তো চেয়েছি।
আমি ধন্য, সত্যি আজ ধন্য
সেই একটা কবিতায় আজ আমি হয়েছি
নীলাম্বরী...!!
১২/৭/২০১৭ সময় রাত ১১:০৩