একদিন আকাশ সাজিয়েছে
নীলে নীলে,
ভুল প্রেমের বিষে বিষাক্ত হয়েছে,,
"নীলাম্বরী"
ভুল টা ছিল কার?
আকাশ না কি নীলের?
না কি শুধুই নীলাম্বরীর?
উত্তর কে জানে,
উত্তর জানা নেই।
বিষ জেনেও পান পরা
কজনা চায়,
নীল বিষের যন্ত্রণার
কতো জনে জর্জরিত।
কতো জনে মনে করে,অমৃত
তৃষ্ণার্ত থাকে নীল সুধার,
কতো জনে না বুঝেই করে পান,
নীল সে বিষ।
সে বিষ পানেই আজ নীলাম্বরী।
পথ ভোলা রমণী
মরণ সুধা পান করে আজ।
"নীলাম্বরী"