তারপরেও পেরিয়ে গেল আরো অনেক প্রহর, নিদিষ্ট সময় শেষ, কিন্তু সে কই? এমন তো কথা ছিলো না, নিমন্ত্রণ করে সে উধাও, সে কী জানেনা , আমার একা ঘরে খুব ভয় হয়? তবে সে কেমন করে পারলো শূন্য ঘরে আমায় একা রেখে যেতে? যদি আমার আগমন অপছন্দনীয় হয় তবে একটু কঠিন কন্ঠেই না-হয় বলে দিতো, এই ঘরে প্রবেশ নিষেধ।
হয়ত সাময়িক কিছুটা কষ্ট হতো, কিন্তু অস্থিরতায় তো ভুগতে হতো না।
আচ্ছা যাইহোক, আমাকে নিয়ে আমি ভাবছি না, কিন্তু তার কথা খুব মনে পরছে, কেমন আছে সে?
ভালো আছে তো?
নাকি আমারি মতো বোবাকান্নার চাদরে জড়িয়ে নিয়েছে নিজেকে?
আমি আর ভাবতে পারছিনা, খুব কষ্ট হচ্ছে,
নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
সেদিন সে বলেছিল, আমার অস্থিরতা নাকি তাকেও ছুঁয়ে যায়, তবে আজ কেন সে বুঝতে পারছেনা আমি আছি তারই অপেক্ষায়।
১৭/৪/২০১৮ সময় রাত ৩:৪৩