তুমি বলেছিলে, তোমার সময়ের ঠিক বারোটা বাজে যেন আমি তোমায় ডাকি,  জানো আমি সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছি, কখন আসবে সেই সময়। আজ ঘড়ির কাটাটা মনে হয় শক্তি হারিয়েছে, আচ্ছা বলতো কোনো যন্ত্র কী বুড়ো হয়?
আচ্ছা আমি না-হয় পায়ে শিকল পরেছি, তুমি কেন আসোনি? তোমার কি আমাকে একবারো মনে পড়েনি?  তুমি কি সত্যি আমায় ভুলে আছো?  
নাকি তুমিও অদৃশ্য শিকলে বন্দি? অনেকবার নিজের কাছে প্রশ্ন করেছি  কিসের নিয়ম মেনে আছি আমি, কেন মানবো তোমার বারণ, কেন আমি সময়ের আগে তোমার কাছে আসতে পারবো না? ঠিক তখনি একটা নীরব অভিমান আমার ত্রুটি চেপে বসেছে, আর বার বার একই কথা বলেছে, সে কেন আমায় নিদিষ্ট সময়ে বেঁধে দিলো? কেন পারেনা আমার জন্য একটু সময় বের করতে? জানো আমার চোখ ভেজা, না আমি কিন্তু কাঁদছি না।
শুধু.....

১৭/৪/২০১৮ সময় রাত ২:৫৮