এতো সহজেই মুক্ত করে দিবে
       বুঝতে পারিনি,
এই আমি বারে বার বলেছি
       আমি যাচ্ছি...!

তুমি কেন হাতটি ধরে বললে না
        একটু দাড়াও
তোমাকে কি সেই অধিকার দেইনি
       তবে কেন বললে না....!

যাচ্ছি, যাচ্ছি যাইনি তবুও
      ছিলাম অপেক্ষায়,।
এমনি করেই বেলা আমার
      একলা বয়ে যায়...!

এর নাম কি দেবে তুমি কবি
       স্বার্থপর নয়তো,
নাকি নতুন নামে ডাকবে আবার
       মায়াবতী....!

প্রশ্ন তোমার কাছে রয়েই গেলো
      উত্তর রইলো বাকি,
হিসাবের খাতা মিলিয়ে দেখি
      সব কিছুই ফাঁকি...!