চারিদিকে এত মৃত্যুর রোল
এত আর্তনাদ, এত চিৎকার,
হে বিধাতা যতটা ব্যথা দাও
ততটা ধৈর্য দিও যাতনা সহিবার।
কারো মৃত্যু গাড়ির চাপায় পড়ে,
কেউ মরে অসহ্য যন্ত্রণায় ভুগে।
হযরতের বানী বলেছিলেন তিনি,
জানিনা কী হবে জাহিলিয়াতের যুগে।
দিকে দিকে চারিদিকে মরছে মানুষ,
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লড়াই করে।
মিছিল মিটিংয়ে অহরহ চলছে গুলি,
নেই সহানুভূতি একে অন্যের তরে।
অবুঝ শিশু ধর্ষিতা হয়ে মরে,
মা-বাবাও মরে ধুঁকে ধুঁকে।
হাসতে হাসতে ওরা চালায় গুলি,
নিশানার তীর ছোরে বুকে।
জানি মৃত্যু এটাই চিরসত্য,
মরে যেতে হবে একদিন।
ওগো দয়াময় স্বাভাবিক মৃত্যু দিও,
যেন ধুঁকে ধুঁকে না মরি প্রতিদিন।
৪/৮/২০১৯ সময় রাত ৯:৩০