বুকের মাঝে কেমন অসহ্য যন্ত্রণা হচ্ছে, থেকে থেকে ব্যথাটা বেড়েই চলছে,তীব্র নীল বিষের যন্ত্রণা ধীরে ধীরে ছেয়ে যাচ্ছে সমস্ত শরীরে,
অবশ হয়ে গেছে শরীরের প্রতিটা অঙ্গ,
নিস্তেজ হয়ে পরেছে শিরা উপশিরা।
বরফের ন্যায় জমে যাচ্ছে রক্তকণিকা।
চোখ দু'টো জল শূন্য হয়ে গেছে,
এখন কাঁদলে আর জল পড়েনা,
চোখের জলের তো রঙ হয়না,
তবে এ কোন জল গড়ায়?
মনে হয় তাজা রক্ত গড়িয়ে পড়ছে।
না এ জল রক্ত নয় এ যে বিষাদ,
ভাংচুর প্রেমের খুন হয়ে যাওয়া বিষক্রিয়া মাত্র।
যা কেবলই একপক্ষ ধ্বংস করে দেয়,
অন্যপক্ষ তার ছোঁয়াটুকুও পায়না।
এ কেমন প্রেম?
এ কেমন পরিণতি?
অতঃপর খুন হলো প্রেমিকার ভালোবাসা।
পোস্টমর্টেম হবে প্রেমিকার বক্ষস্থ,
শত পরীক্ষা করার পরে ময়নাতদন্ত রিপোর্ট আসলো, সেখানে পাওয়া গেলো এক নির্দয় প্রেমিকের মারিয়ে যাওয়া পদচিহ্নটুকু।
১৮/১/২০১৮ সময় সকাল ৮:৩৫