আজব শহর ঢাকা রে
ক্যামনে যাবে থাকা রে,
গ্রাম থ্যেইক্কা আইলো যে
ঘোলা পানি খাইলো সে।
দ্যাখতে দ্যাখতে আবু ভাই
শিক্কা গ্যাছে চালাকী,
ঢাকা থুইয়া এখন আবার
বিদেশ যাওয়ার আলাপী।
রঙিন চশমা লাগাইয়া
বিদেশ দিলো পাড়ি,
বিলাত ফেরত আবু ভাই
চিনে না তাঁর বাড়ি।
গ্রামবাংলা শহর হইছে
মর্ডান হইছে মানুষ,
চারিদিকে দালানকোঠা
দ্যাইক্ষা হইলো বেহুশ।
নিজের গায়ে চিমটি কাটে
ফিরে না তার হুশ,
এলোপাতাড়ি চলন তাহার
দেয়ালে খাইলো ঢুশ।
রাইতের বেলা জোনাক থুইয়া
নানান বাতি জ্বলে,
গ্রামের বাড়ির বড় বাজার
আরেক শহর বলে।
১২/১/২০২০ সময় সন্ধ্যা ৫:৪০