মনে রেখো
তোমার অভিমানের চার দেয়ালে,
আগলে রেখো তোমার স্মৃতির পাঁজরে,
যেন নশ্বর ভুবনজয়ী হয় আমাদের কথোপকথন।
মনে রেখো
ঘুম ভাঙ্গা রোজ প্রভাতে এককাপ চায়ের চুমুকে,
শিথানে রাখা গল্পের বইয়ের পাতার ভাঁজে।
মনে রেখো
থমকে যাওয়া সেই হাত ঘরিটার ঘোলাটে কাঁচে,
তড়িঘড়ি করে ফেলে যাওয়া বাইকের চাবির গোছায়।
মনে রেখো
তোমার অফিসের ফাইলে রাখা টুকরো কাগজে,
যেখানে অবসরে লিখে যাও নাবলা কাব্য কথা।
মনে রেখো
সন্ধ্যার ক্লান্ত সময়ে, বুক পকেটে রাখা ব্যবহিত ঘামে ভেজা রুমালের ভাঁজে।
মনে রেখো
টেবিলঘড়ির এলামে, গভীর ঘুমে স্বপ্নের করিডোরে, মনে রেখো, মনে রেখো।
২৭/৯/২০১৮ সময় রাত ৯:২০