একটা পাখি যত্ন করে
ভালোবাসায় খুব আদরে,
বুকের ঘরে মন পিঞ্জিরায়
দিয়েছিলাম ঠাই।
সেই পাখিটা উরে গেছে
সে আর আমার নাই।
মনের পাখি মন বোঝেনা
ঘুরে বেড়ায় বনে,
পিরিত করবো কেমন করে
আমি পাখির শনে?
পিঞ্জিরার পাখি উড়ে গেলো
আকাশ ভালোবেসে,
ভালোবেসে মরেছি আমি
একাই অবশেষে।
পাখি তোর বিহনে কান্দি আমি
কাটেনা মোর বেলা,
ক্লান্ত হলে ফিরিস পাখি
ভাঙলে শখের খেলা।
অমন করে ক্যামনে রইলি
হইলি এতো পাষাণ,
আমার কথা কি পরেনা মনে
কান্দে না তোর পরাণ?
আমার পাখি আমায় ভুলে
ক্যামনে থাকিস দূরে,
তবে কি পাখি একাই আমি
ভালোবাসি তোরে?
আমার পাখি আমার প্রতি
নাই কি রে তোর টান,
কিশের জন্য করলি রে তুই
এতো অভিমান।
আমিও মানুষ ভুল তো হবেই,
ভুল করে দে ক্ষমা,
তোরই বুকে আপন পরাণ
রেখেছি যে জমা।
তোর বিহনে শূন্য আমি
শূন্য আমার মন,
বেঁচে থেকেও যেন আমার
হয়েছে মরণ।।