"মন চোর"
----ডলি পারভীন
রাত দুপুরে খুঁজি তোমারে
মন চোর কই তুমি,
তোমারেই খুঁজে খুঁজে
দিশেহারা হই আমি।
না কি পালিয়ে বেড়াও গো,
লুকোচুরি আড়ালে,
ভাবছি ভাবনা,
নাই তার অন্ত।
কি ভাবি ছাই,
নাই তার কুল
ভাবছি যা কিছু,
মিথ্যে কি ভুল।
এই বুঝি এলোরে,
দিলো সে ঘন্টা,
কি জানি কি যাদু বসে
হারিয়েছি মন টা।
নিয়ে গেলো চুরি করে
কোন সে মন চোর,
এই বুঝি এলো আবার
ভাঙ্গিল সে ঘুম মোর।
ঘুম ঘুম ভাঙানি
কই তুমি থাকো রে,
দাও সাড়া দাও গো
খুঁজি আমি তোমারে।
১/১১/২০১৭