যদি ভালবাসার মাঝে দুরত্ব থাকে
তবে কেন মিছেই বলো ভালবাসি।
যদি আমার হারিয়ে যাওয়া তোমায় না ভাবায়
তবে কেন বলো ভালবাসি।
যদি আমার অশ্রু তোমায় শিক্ত না করে
তবে কেন বলো ভালবাসি।
যদি হাত ধরে চলতে না পারো
তবে কেনো বলো ভালবাসি।
না না না তুমি ভালবাসো নি
মিথ্যে বলেছো তুমি,
তুমি ভালবাসো নি।