কিছু মানুষ নিজ স্বার্থটাই চিনে
কিছু মানুষ শুধু দিতেই জানে,
কিছু মানুষ অন্যের জন্য জীবন দেয়
কিছু মানুষ জীবন কেড়ে নেয়।
কিছু মানুষ বলে আগে খেয়ে বাঁচি
কিছু মানুষ বলে বাঁচার জন্য খাই,
কিছু মানুষ করে আমার আমার সব
কিছু মানুষ বলে আমার কিছুই নাই।
কিছু মানুষ থাকে কল্পনাবিলাসী
কিছু মানুষ থাকে বাস্তবমুখী,
কিছু মানুষ পাওয়ার আনন্দে বিভোর
কিছু মানুষ না পেয়েও সুখি।
কিছু মানুষের চাওয়ার শেষ নেই
কিছু মানুষ পায়না সীমিত,
কিছু মানুষ আবার পেয়ে হারায়
কিছু মানুষ মরে শুধুই না পাওয়ার যন্ত্রণায়।
মানুষে মানুষে হয় ভেদাভেদ
মানুষের মাঝেই হয় লড়াই,
মানুষ নামের মানুষ সবাই
মানুষের বুকে মানবতার অস্তিত্ব নাই।
২৮/১২/২০১৭ সময় সকাল ৭:১৫