মা,,
মাগো,, কতদিন দেহিনা তোর মুখ
ও মা সেই যে কবে বসত ভিটা
বেইচ্চা আইলাম বিদেশ....
মাগো,, সারাদিন তো কাটে কামের চাপে
রাইতে চোখে ঘুম আহেনা
ও মা চোখের সামনে ভাসে শুধু তোর মুখখানা....
মাগো,, সকাল বেলা যখন ফোনের ওইপাশ
থেইকা তোর গলার আওয়াজ শুনতে পাই,
তখনি মনে চায় তোর বুকে ঝাপাইয়া পরি...
মাগো,, যখন ডাইক্কা কস বাজান, কেমন আছো
ওমা আমার মুখে হাসি, চোখে জল নিয়া কই
আমি ভাল আছি....
মাগো,,তোর পোলায় আজ বিদেশ করে
শুনলাম সকলেই গর্ব করে
শুধু তোর মুখেই আজ আর হাসি থাকেনা....
মাগো,, তুইও কী কান্দস আমার মতই
রাইতে ঘুমাস না...?