আমি আর দশটা প্রেমিকার মত না। যে ব্যস্ততার সময় তোমাকে বিরক্ত করে বলব কি ব্যাপার কথা বলছো না কেন? আমি তাদের মতো নই যারা গভীর রাতে মেসেজ দেওয়ার পরে যদি মেসেজ অদেখাই থাকে তাহলে ভেবে নেবো যে তুমি অন্য কোথাও ব্যস্ত আছো। অথচ সারাক্ষণ তোমার ফোন কলে থাকলেও আমার পোষায় না। বলতে পারো এটা আমার এক ধরনের মাদকতা অথবা তোমার প্রতি আমার ভালোবাসার এক ধরনের অধিকার বোধ তুমি আবার উল্টোটা ভেবো না। তোমাকে না ডাকার কারণ ভেবো না যেন আমি বদলে গেছি তুমি নিশ্চিন্তে থাকো এ জনমে আর আমার বদলে যাওয়া হবে না। তুমি নামক মাদকতায় আমি পুরোপুরি আসক্ত হয়ে গেছি এ নেশার ঘোর কেটে যাবার নয়। তোমার অজান্তেই মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি তোমাকে ধরে রাখার ক্ষমতা আদৌ কি আছে আমার? তোমাকে নিয়ে ভাববার অধিকার কি রাখি আমি? বাস্তবতা আর কল্পের রাজ্যের সংঘর্ষ চলে অনর্গল, শেষে হেরে যাই মনের কাছে।
নানান প্রশ্নের উত্তরে মন বলে ওঠে আমি তো শুধু ভালোই বাসি, ভালোবাসা তো নিয়ম মেনে হয় না।
আবার আয়নার সামনে দাঁড়াই চোখে কাজল পরি,
নিজেকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখি কালো বর্নের এই আমিটাকেও যেন অপরূপ সুন্দরী মনে হয় তোমার অদৃশ্যমান ভালোবাসার ছোঁয়াতে।
১৭/২/২০২০ সময় ভোর ৬:১১