আদর দিবি, আদর নিবি
যখন দিবি, তখন পাবি,
ফিরবি না তুই খালি হাতে,
দেবো না কম, যত্ত নিবি।
বুঝবি তখন, হারাবো যখন
পাগল হয়েই খুঁজবি আবার,
দেহত্যাগ করবো আমি,
হারিয়ে গেলেই বুঝবি তুই
কি ছিলাম আমি তোর।
আশেপাশে সবাই রবে,
মনের ঘর, তোর শূন্য রবে।
আমিই শুধু থাকবো নারে,
বলনা তখন কেমন হবে।
সোহাগ করে ডাকলে কাছে
আসতে যে আর পারবো নারে
ফেরার কি আর সাধ্য আছে,
মায়াময় এই পৃথিবীর পরে।
তাইতো বলি, থাকতে সময়
ডাকিস কাছে,
তোর জন্যই ব্যাকুল থাকি,
বোঝার কি আর বাকি আছে?
যদি ভাবিস মিথ্যে সবই,
করবি তবে ভুল,
আমি নাহয় জীবন দেবো
তুই হারাবি কূল।
২২/১২/২০১৭ সময় রাত ৩:৪৫