কী যে ভাবি কী যে করি
হুট করেই তো লিখি
এলোমেলো চারটি কথা
একটি কলম ছেড়াপাতা।
নাম নাই বই নাই
শব্দ গুলো হাওয়ায় উড়াই,
কখনো লেখি আপন মনে
কখনো আবার ছিঁড়ে ফেলি।
একা একাই কথা বলি
নিজের মতোই নিজে চলি,
শব্দ গুলো তাড়া করে
চালাই আবার কলম জোরে।
ভাবছি আবার লিখবো কী ছা'ই
লেখার মত কিছুই তো নাই,
যাচ্ছে দিন যেমনতেমন,
চলতে চলতে থমকে দাঁড়াই।
আমার মাঝেই আমি হারাই।