বাঁধভাঙা ঢেউয়ের শব্দ শুনতে কী পাচ্ছ?
কেমন করে আছড়ে পরছে, বুকের তীরে?
শুনতে কী পাচ্ছ?
মেঘেদের গর্জন, আচমকা বিদ্যুৎ চমকে ঝলসে যাচ্ছে হৃদয়ের শহর।
তুমি শুনতে কী পাচ্ছ?
পাহাড়ের বুকচেরা কান্না, কেমন ঝনঝন করে বিরামহীন কাঁদে?
তুমি কী শুনতে পাওনা?
ব্যথায় দুমড়ে মুচড়ে যাচ্ছে বুকের বা'পাশের
ঘরের প্রতিটা দরজা জানালা।
সেই ঘরটা,যে ঘরটাতে খুব যত্ন করে তোমায় সাজিয়েছি, হ্যাঁ সেই খাঁচাটা
যেখানটায় শুধু তুমি একাই বশত গড়েছিলে, খাঁচাটা এখন ভেঙ্গেচুরে তছনছ হয়ে গেছে,
জানতো আমার খুব কষ্ট হচ্ছে।
সাগরের নোনাজলের মতো জল তলিয়ে নিয়ে যাচ্ছে আমার হৃদয়ের পুরো শহর।
তুমি ভেবো না আমি কাঁদছি,
না, আমি কাঁদছি না, শুধু ঢেউগুলো আছড়ে পরছে আমার পুরো শহর জুড়ে।
সত্যি করে বলতো তুমি কী শুনতে পাচ্ছ?
আমার শহর ধসে যাওয়ার তাণ্ডবলীলা।
আমি চাইনা তুমি শুনতে পাও,
আমি চাইনা তুমি আবার ফিরে আসো,
না, আমি চাইনা সাইক্লোন বয়ে যাওয়া শহরে তোমার আগমন হোক,
এ শহরে আজ কিছুই ঠিক নেই,
এ শহরের সবকিছু আজ অগোছালো,
তুমি ফিরে এলে এখানে আর কিছুই পাবে না,
শুধু পেতে পারো,
সবকিছুর মাঝে তলিয়ে যাওয়া,
কাফন বিহীন একটা "লাশ"
১২/১১/২০১৮ সময় রাত ৮:৩০