নীলা: আচ্ছা তুমি কী পাহাড়ের কান্না শুনতে পাও?
আকাশ : হঠাৎ একথা বলছ কেন?
নীলা : আচ্ছা তুমি কী সাগরের কষ্ট বোঝ?
আকাশ : আজ কি হয়েছে তোমার এমন অদ্ভুত প্রশ্ন করছ কেন?
নীলা : আচ্ছা বলত জোনাকিরা রাত জাগে কেন?
আকাশ : বুঝেছি, আজ তুমি মাতাল হয়ে আছো।
নীলা : জানো, আমার না সত্যি খুব মাতাল হতে ইচ্ছে করছে, ভুলে যেতে ইচ্ছে করছে আমিও এক সভ্য সমাজের মানুষ।
আকাশ : এই পাগলি আমি আছি তো তোমাকে সামলে নেব, ভয় কিসের?
নীলা : ভয়, ভয় আর আমাকে গ্রাস করতে পারবে না, আমি যে এখন মৃতদের দলে।
আকাশ : তুমি আজ অচেনা লাগছ খুব।
নীলা : খুব কাছ থেকে এখনো অনুভব করতে পারোনি তাই হয়ত অচেনা মনে হচ্ছে।
আকাশ : সত্যিই কী তাই?
নীলা : কি জানি হয়ত বা।
আকাশ : তবে কি আমায় ভুল বুঝলে?
নীলা : না, কখনোই না, আমি জেনে গেছি এটাই আমার নিয়তি।

২০/৭/২০১৮