নীলা: এই শুনছো
আকাশ: হুম বলো।
নীলা: জানো? তোমার মুখ দেখলেই আমার কবিতা লেখার ইচ্ছে জাগে।
আকাশ: লিখো মানা করল কে?
নীলা: আচ্ছা কেমন কবিতা লিখবো বলতো?আকাশ: আমিতো প্রেমী,
প্রেমের কবিতাই লিখো
নীলা: হুম তাইতো।
আকাশ: এবার লিখো হৃদয় জমিনে পুরোটাই তোমার নামে।
নীলা: আরে বাহ্,
কবিতার কাব্য হলে তুমি ,
প্রথম চাষ হবে আজ প্রণয় কথন।
আকাশ: তবে দেরি কেন?
নীলা:এই তুমি কি বুঝতে পারো,
লিখা হলো তোমার আমার প্রেম কাব্য।
আকাশ: কই? কখন?
নীলা: এইতো এখন, হা হা।
১৪/২/২০১৮ সময় রাত ৩:৪৯