আকাশ : আচ্ছা বলতো, আমি কেমন?
নীলা : তুমি? তোমাকে বর্ণনা করার ভাষা আমার জানা নেই।
আকাশ : কেন?
নীলা : সবকিছু কি বর্ণনা করা যায়?
আকাশ : কেন? করই না একবার, বর্ণনা।
নীলা : আচ্ছা, আমরা কি বাতাসের বর্ণনা করতে পারি?
আকাশ : না, আমি কী বাতাস?
নীলা : আচ্ছা বলতো সাগরের গভীরতা কী মাপা যায়?
আকাশ : না, আমি কী সাগর?
নীলা : আকাশের বিশালতা কতটুকু জানে কী কেউ?
আকাশ : না, আমি কী আকাশ?
নীলা : আমি জানিনা তুমি কী,
তাইতো কোনো বর্ণনা করা যায় না।
আকাশ : তাহলে সমালোচনা কর।
নীলা : কার?
আকাশ : আমার।
নীলা : আচ্ছা, তুমি কী কখনো শুনেছ নিঃশ্বাসের সমালোচনা করতে?
আকাশ : না, আমি কী নিঃশ্বাস?
নীলা : আচ্ছা, তুমি কী শুনেছ হৃদ পিণ্ড স্তব্ধ হয়ে গেলে সমালোচনা করতে?
আকাশ : না, তার সময় হলে সেতো থামবেই।
আমি কী হৃদ পিণ্ড?
নীলা : আচ্ছা তুমি কী শুনেছ চোখের জল কে নিয়ে সমালোচনা করতে?
আকাশ : না, সে তো ঝরবেই সুখ, কিবা দুঃখে,
আমি কী জল?
নীলা : তুমি কী আমি তা জানিনা,
শুধু এতটুকুই জানি, তোমার বর্ণনা হয়না,
তোমাকে নিয়ে সমালোচনা সেটাও সম্ভব না।
আমি এটাই বুঝি, আর কিছু বুঝতে চাইনা।
৪/৮/২০১৮ সময় বিকাল ৪:৫৮