নীলা : এই শুনছো ;
আকাশ : উমহুম;
নীলা : আর কতো ঘুমাবে? দ্যাখো না প্রকৃতি আজ কত সুন্দর সাজে সেজেছে।
আকাশ: এই অন্ধকার রাতে তুমি সুন্দরের কি দেখলে?
নীলা : আহ্ ; উঠোই না একবার, দ্যাখো আজ চাঁদ নেই তবু অপরূপ এক সৌন্দর্য বিরাজ করছে এই অন্ধকারের বুকে।
আকাশ : এই তোমার কি হয়েছে, বলতো।
নীলা : তুমি বড্ড বেশী বেরসিক, মন বোঝনা ছাই।
আকাশ : ওও এই কথা, আমার পাগলি আজ
ডুবেছে প্রকৃতির প্রেমে, এখন শুধু পাগলের পাগলামি বাকি,, হাহাহা।
নীলা : যাহ্, আমি কি তাই বলেছি না কি।
আকাশ : চলো না আজ হারিয়ে যাই, দু'জন, দু'জনায়।
নীলা : অন্য কোথাও যাবো না, তোমার বুকের মাঝে আগলে রেখো, এখানেই আমার সকল সুখ।
আকাশ : এসো প্রিয়, তবে তাই হোক।
৩/৮/২০১৮ সময় ১০:১৮